Header Ads

Header ADS

ফেসবুক জানা অজানা পর্ব-৮


 ফেসবুক জানা অজানা পর্ব-৮

টপিকঃ নিজের ফেসবুক প্রোফাইলের ভূমিকা ও নিরাপত্তা।




ফেসবুক প্রোফাইল টা কে আমরা অনেকেই শুধু এন্টারটেইনিং প্ল্যাটফর্ম হিসাবে দেখি কিংবা অনেকেই না বুঝে ডাষ্টবিনের মত দেখি। এই জায়গায় আমরা অনেক বড় ভুল করি।কেননা ফেসবুক প্রোফাইল ই আমাদের গ্লোবাল সিভি। আপনি যদি ফেসবুক প্রোফাইল টা কে কাজে লাগাতে পারেন তাহলেই আপনার সাকসেস রেশিও বেড়ে যাবে অনেক গুনে।



আসসালামু আলাইকুম। আমি নাঈম হোসেন। আজকে আলোচনা করবো এফ কমার্সে ফেসবুক প্রোফাইলের ভুমিকা ও নিরাপত্তা কৌশল নিয়ে। তবে চলুন শুরু করা যাক।




👍 প্রথমেই নিজের নাম সঠিক ও সুন্দর ভাবে লিখুন।যেমন- Angel, Lonely এসব নাম বাদ দিন। এগুলি বিশ্বাস যোগ্যতা নষ্ট করে।

👍 প্রোফাইলে নিজের ছবি ব্যবহার করুন।ব্যবসা আপনার কিন্তু প্রোফাইলে ছবি কিসের? কার্টুন,বাচ্চা,পাখি এই সব। যাদের একান্ত ই ছবি দেয়া নিয়ে সমস্যা তারা হিজাব পরে দুই কান ঢেকে ক্রপ করে শুধু মুখের ছবি বসাতে পারেন। আপনাকে না চিনে আপনার সাথে ডিলিংস কেন করবো?

👍 কভার ফটোতে বিশ্বাস যোগ্যতার ছোয়া রাখুন।নিজের পেজের ব্যানার বা লোগো সম্বলিত কিছু বসাতে পারেন।


👍ফেসবুক প্রোফাইলে বায়ো অপশন আছে, যেখানে ১০০ শব্দের মধ্যে কিছু লিখতে হয় সেখানে আপনার প্যাশন কে ফুটিয়ে তোলে এমন কিছু দিতে হবে। ১০০ শব্দ আমাকে বোঝাতে সক্ষম না , ওয়েল কাম ও টু মাই প্রোফাইল, এই সব বর্জন করুন।

👍নিজের বাসা, লাইফ স্টাইল, লেখাপড়া, কর্মক্ষেত্র এই সব কিছু সঠিক দিয়ে সুন্দর করে পূরন করুন যেন বিশ্বাস যোগ্যতা আসে।

👍এবাউট ইনফো টা সুন্দর করে পুরন করুন। যা দেয়া উচিত সেগুলি কিছুই বাদ রাখবেন না।

👍 ফিচার অপশন কে কাজে লাগান- ফেসবুকে ফিচার অপশনে ৯ টি ছবি দেয়া যায় এখানে আপনার লাইফের বড় বড় অর্জন কিংবা কাজের সাথে সম্পৃক্ত এমন ছবি গুলি দিয়ে সাজান, সর্বদা আপডেট রাখতে পারেন।


👍 নিজের প্রোফাইল লক করে রিকুয়েষ্ট পাঠাবেন না, আপনাকে না চিনলে কীভাবে আপনাকে একসেপ্ট করবে অন্য জন? আপনার সিকিউরিটি আছে অন্যের ও তো আছে। আর প্রোফাইল ইমেজ লক করলেই হয় সম্পূর্ন প্রোফাইল লক করা লাগে না। এতে আপনার ফ্রেন্ড লিষ্টের বাইরের কাষ্টমার হারাচ্ছেন।


👍 প্রোফাইলে শুধু ঘোরা ফেরা আর আড্ডাবাজীর ছবি না দিয়ে লাইফ স্টাইল কে আনতে চেষ্টা করুন, আপনার কাজের রিভিউ পোষ্ট পেজের সাথে সাথে প্রোফাইলে ও করুন। অনেকেই আছে নতুন দেখে অনুপ্রানিত হবে।


👍 আপনার কাজ কে পেইজে এই না প্রোফাইলে ও দিতে পারেন। তবে লিমিট রেখে মাছ, জামা, এই সব বিজ্ঞাপনেই যেন ভরে না যায় প্রোফাইল।


👍 উদ্যোক্তা হয়েছেন তাই রেভিনিউ শেয়ার করুন- মানে সমাজে আমাদের দ্বায়বদ্ধতা আছে। আপনি কোন সামাজিক কর্মকান্ডে অংশ নিলে সেটা প্রকাশ করুন এতে আপনাকে যারা ফলো করে তারা উদ্বুদ্ধ হবে। রেভিনিউ শেয়ার মানেই কিন্তু টাকা পয়সা না, আপনার সময় কাউকে দেয়া ও তো রেভিনিউ শেয়ার।

👍 রক্ত দিলে পোষ্ট করুন।

👍 ফ্রেন্ড রিকুয়েস্ট এলেই একসেপ্ট না করে দেখুন উনি আপনাকে শুধু একদিন দেখেই রিকুয়েস্ট দিলেন কিনা নাকি আপনাকে প্রতিনিয়ত ফলো করছেন। যারা রেগুলার তাদের কে বন্ধু তালিকায় রাখুন। কেননা লিমিট তো ৫০০০। আপনার পোষ্টের রিচ হিসাব করুন, ইনএকটিভ মেম্বার বাদ দিন।আত্নীয় হলেও কারন আত্নীয় তো ফেসবুক হবার আগেও ছিলো। সে থাকার হলে এমনি তেই থাকবে।




ফেসবুক নিরাপত্তা নিয়ে আলোচনাঃ


আমরা যারা এফ কমার্স ব্যবসার সাথে জড়িত তাদের সকলের জন্যই আমার কিছু পরামর্শ।
ই-কমার্স কে সবাই যতটা বোঝে বাস্তবে এফ কমার্স সম্পর্কে ধারনা একটু কম হলেও আবার ই-কমার্সের তুলনায় এফ কমার্সে মানুষ বেশি ঝুকছে। আর যেখানে ট্রাফিক যত বেশি সেখানে নিরাপত্তার ব্যাপার টা ও ততটা ঝুঁকিপূর্ন।কিন্তু তাই বলে সমাধান টা কি?


👍 এফ কমার্সে আমরা পেইজ খুলি কিন্তু সেই পেইজ তো আপনার / আমার আইডি থেকে খোলা।
তাই দেখুন আপনার আইডি টি সিকিউর কিনা?

👍 আইডির সিকিউরিটি বাড়াতে নিজের জন্ম সাল কিংবা ডেট অফ বার্থ এর যেকোন একটি হাইড করুন।

👍 ইমেলের এক্সেস টা বন্ধ করে দিন।

👍 টু-স্টেপ অথেনটিকেশন টা চালু করুন।

👍 ট্রাষ্টেড কন্টাক সিলেক্ট করুন।

এগুলি না করে থাকলে অবশ্যই করুন কেননা একবার আপনার আইডি টি নষ্ট হলে আপনার এত কষ্টের সাজানো সব কিছু নষ্ট হয়ে যাবে।

আর একটি সাজেশন হলো-

নতুন হয়ে থাকলে এফ কমার্স দিয়েই শুরু করুন তবে আপনার ব্যবসার প্রসার হলে আস্তে আস্তে ই-কমার্স এর আওতায় মানে ডোমেইন-হোষ্টিং টা করুন। তবে মাথায় রাখবেন আপনার ডোমেইন আর হোষ্টিং ব্যবসার শুরুতেই নেয়া উচিত নয়তো দেখা যাবে ঐ নামে ডোমেইন পাচ্ছেন না।


আজ এ পর্যন্ত সামনে আবারও কথা হবে নতুন কোন বিষয় নিয়ে। ডিজিটাল মার্কেটিং বিষয়ক যে কোন তথ্য ও সমস্যা সমাধানের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন। আপনাদের সেবা প্রদান করায় আমার লক্ষ্য।



🔗FOLLOW ME:

Facebook (Page): Nayem Hossain

Facebook (ID): Nayem Hossain

Instagram: Nayem Hossain

E-mail: Personal.nayem2022@gmail.com

Website: Nayemhossainofficial.blogspot.com

কোন মন্তব্য নেই

নতুন পোস্ট

10 Minutes School

 টেন মিনিট স্কুল বাংলাদেশের সবচেয়ে বড় অনলাইন লার্নিং প্লাটফর্ম টেন মিনিট স্কুল। টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিক। টেন মিনিট স্কুলে ...

জনপ্রিয় পোস্ট

Blogger দ্বারা পরিচালিত.