ফেসবুক জানা অজানা পর্ব-৩
ফেসবুক জানা অজানা পর্ব-৩
টপিকঃ ফেসবুক পেইজ প্রমোট/বুস্ট কি!
ইন্টারনেট ব্যবহার করে অথচ ফেসবুক আইডি নেই এমন লোক বাংলাদেশে খুঁজে পাওয়া খুবই দুষ্কর। আমাদের প্রত্যেকেরই একটি ফেসবুক পেইজ রয়েছে। আমরা প্রত্যেকেই চাই পেইজটা জনপ্রিয় হোক এবং অনেক অনেক লাইক থাকুক। কিন্তু এই লাইক বাড়ানোর চিন্তায় আমরা মূল উদ্দেশ্যটাই ভুলে যায়।যার ফলে আমরা আমাদের ব্যবসায় কাঙ্ক্ষিত সাফল্য লাভ করতে পারি না। ফেসবুক আমাদের জন্য একটি সুন্দর পদ্ধতি চালু করে দিয়েছে। যেখানে আমরা কিছু অর্থের বিনিময়ে আমরা আমাদের কাঙ্ক্ষিত ক্রেতার নিকট আমাদের পণ্যের বিজ্ঞাপন দিতে পারি।
আসসালামু আলাইকুম, আমি নাঈম হোসেন।আজ কথা বলবো ফেসবুক পেইজ প্রমোট বা বুস্ট নিয়ে। তবে চলুন শুরু করা যাক।
ফেসবুক পেইজ প্রমোট/বুস্ট কি?
অনেকে এটাকে অটো লাইক মনে করেন। আসলে এমনটা নয়। প্রমোট বা বুস্ট হচ্ছে ফেসবুক পেইজে লাইক বাড়ানোর নিয়মতান্ত্রিক প্রন্থা। প্রমোট দিলে আপনার পেইজটি মানুষের হোমপেইজে পৌছাবে এবং তারা এতে লাইক দেবে। ফেসবুক পেইজ সাধারণত এভাবেই লাইক বাড়িয়ে জনপ্রিয় করা হয়। পৃথিবীতে যত বড় বড় পেইজ আছে সবগুলোই এই নিয়মে বড় করা।
প্রমোট আর বুস্টের মধ্যে পার্থক্য কি?
আসলে দুটোর মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। বুস্ট দেওয়া হয় পেইজের পোষ্টকে। আপনার পেইজে একটা পোষ্ট করে সেটাকে বুস্ট দিলে সেই পোষ্টটা মানুষের কাছে বেশি বেশি পৌছাবে এবং তারা এই পোষ্টটাতে লাইক দেবে। একেই বলে বুস্ট।
আর প্রমোট দিলে আপনার সম্পূর্ণ পেইজটাই মানুষের কাছে পৌছাবে এবং তারা সেটাকে লাইক দেবে। এতে আপনার পেইজের লাইক বাড়বে।আপনি যদি আপনার নির্দিষ্ট কোনো পোষ্ট বা ছবি মানুষের কাছে ছড়াতে চান তাহলে সেক্ষেত্রে আপনি বুস্ট দেবেন। আর যদি আপনার পেইজকে জনপ্রিয় করতে চান, তাহলে প্রমোট দেবেন। (আমার মতে প্রমোট দেওয়াই ভালো। এতে লাইকগুলো আপনার পেইজে স্থায়ী হয়ে গেলো)।
ফেসবুক বুস্ট করার আগে কি কি জানতে হবে?
🖊বুস্ট শুরু করার আগে খুব সুন্দর ও চোখে পড়ার মত একটি ইমেজ ডিজাইন করে নিন। মনে রাখবেন ইমেজে ২০%এর উপর যেন লেখা না থাকে।
🖊যদি পেজ বুস্ট করেন তাহলে ডেসক্রিপশনে ৯০ ক্যারেক্টারের বেশী না লেখাই ভালো।
🖊যদি পেজে বুস্ট করেন তাহলে ডেসক্রিপশনে ইচ্ছামত লেখা দিতে পারবেন তবে ডেসক্রিপশন এমন ভাবে দিবেন যাতে ভিজিটরের রিডমোর এ ক্লিক করে পড়তে না হয়।
🖊প্রথমেই বুস্টের জন্য অল্প বাজেট দিয়ে শুরু করুন তারপর যদি ইম্প্রেশন ও রিচ ভালো আসে এবং আপনার সেল হয় তাহলে বাজেট বাড়িয়ে দিন।
🖊আপনার টার্গেট এরিয়া ও টার্গেট কাস্টমার সিলেক্ট করে নিন আগেই।
কীভাবে বুস্ট করবেন?
🖊বুস্ট করার জন্য আপনার অবশ্যই ফেসবুক একাউন্ট এবং পেজ থাকতে হবে।এ বিষয় গুলো আপনারা জানেন।
🖊আপনার পেজটিকে অবশ্যই ভালোভাবে সাজিয়ে নিবেন যেমনঃ পেজের এবাউট সেকশন,যোগাযোগ, বিজনেস টাইপ,ক্যাটাগরি সহ যাবতীয় বিষয়াদি সঠিকভাবে সাজিয়ে নিবেন।
🖊 বিজনেস ম্যানেজারে একাউন্ট তৈরী করবেন।
🖊এরপর পোস্ট করবেন।
কোন প্রতিষ্ঠানের মাধ্যমে করাবেন নাকি নিজে করবেন?
🖊 নিজে পারলে অবশ্যই নিজে করবেন। নিজে না পারলে অবশ্যই একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটারের সাহায্য নিন।
যদি কোন প্রতিষ্ঠানের মাধ্যমে করান তাহলে আপনার কী করনীয় আছে?
🖊বুস্ট যদি আপনি নিজে করতে চান তাহলে অপনার একটি ক্রেডিট কার্ড/ মাস্টার্ড কার্ড/ভেরিফাইড পেপ্যাল একাউন্ট থাকা লাগবে। যেটা আমাদের অধিকাংশেরই নেয়। এক্ষেত্রে মনে রাখবেন বাংলাদেশ থেকে পেপ্যাল এ্যালাউ করে না তাই ফেসবুকের অনেক চমকপ্রদ ভেরিফাইড পেপ্যাল একাউন্ট সেলের বিজ্ঞাপন দেখে একাউন্ট কেনা থেকে বিরত থাকুন।
🖊আপনি নিজে বুস্ট করতে চাইলে ইবিএল একুয়া কার্ড দিয়ে করতে পারেন।
আজকে এ পর্যন্তই সামনে আবারও কথা হবে নতুন কোন বিষয় নিয়ে। মার্কেটিং সহ যে কোন প্রয়োজনে যোগাযোগ করতে পারেন। আপনাকে সেবা দেওয়ায় আমার লক্ষ্য।
🔗FOLLOW ME:
Facebook (Page): Nayem Hossain
Facebook (ID): Nayem Hossain
Instagram: Nayem Hossain
E-mail: Personal.nayem2022@gmail.com
Website: Nayemhossainofficial.blogspot.com
কোন মন্তব্য নেই