Header Ads

Header ADS

ফেসবুক জানা অজানা পর্ব-১

 ফেসবুক জানা অজানা পর্ব-১

টপিকঃ ফেসবুক পেইজ তৈরী

বর্তমানে এফ কমার্স ভিত্তিক বিজনেসে একই প্রোডাক্ট নিয়ে বিজনেস করছে এমন শত শত ফেসবুক পেইজ ক্রেতারা পাচ্ছে। তাই খুব স্বাভাবিকভাবেই এই প্রতিযোগিতাময় সময়ে একজন ক্রেতার প্রোডাক্ট কেনার ক্ষেত্রে আপনার বিজনেস পেইজটি হওয়া উচিত প্রফেশনালি সাজানো গোছানো। একটা তথ্য তুলে ধরলে খুব সহজে আপনারা বুঝতে পারবেন এই সেক্টরে প্রতিযোগীতা কতটা বেড়েছে। ২০১৭ সালে একটা গবেষণা সংস্থার জরিপে উঠে এসেছিলো বাংলাদেশে ফেসবুক ভিত্তিক বিজনেসের সংখ্যা ১০ হাজারের মতো। আবার একই গবেষণাকারী প্রতিষ্ঠান ২০১৯ এর শেষের দিকে আরেকটি জরিপ পরিচালনা করে এবং তার ফলাফল অনুসারে বর্তমানে বাংলাদেশে ফেসবুক ভিত্তিক বিজনেসের সংখ্যা ছোট-বড় মিলিয়ে লক্ষের মতো এবং এই জরিপে আরো কিছু তথ্য উঠে আসে তা হলো এই ফেসবুক ভিত্তিক বিজনেসগুলোর ক্ষেত্রে একটা কমন ব্যাপার হলো নতুন করে শুরু করা বিজনেসগুলোর মধ্যে শতকরা ৮০- ৯০ ভাগ বিজনেসই শুরুর এক বছরের মধ্যেই ঝরে পড়ে শুধুমাত্র বেশ কিছু কৌশলগত বিষয় অবলম্বন না করা এবং প্রফেশনালিজমের অভাবে। তাই এই সেক্টরে আমাদের টিকে থাকতে হলে নিজের বিজনেসে প্রফেশনালিজম এর স্বাক্ষর রাখা খুবই জরুরী আর এক্ষেত্রে আপনার বিজনেস যেহেতু গড়ে উঠবে ফেসবুক পেজকে কেন্দ্র করে তাই প্রথমে ফেসবুক পেজের প্রফেশনাল লুক খুবই গুরুত্বপূর্ণ।


আসসালামু আলাইকুম আমি নাঈম হোসেন আজ কথা বলবো লং-টার্মে ফেসবুক পেইজ দিয়ে কিভাবে বিজনেস শুরু করবেন।তবে চলুন আলোচনা শুরু করা যাক-



🖊প্রথম পদক্ষেপ


👉 আপনার ব্র্যান্ডের জন্য একটা নাম সিলেক্ট করুন।

👉 আপনার পেজের প্রোফাইলের জন্য প্রফেশনাল লোগো তৈরি করুন।

👉 প্রফেশনালি ডিজাইনড কভার ব্যানার/ ভিডিও তৈরি করুন।

👉বিজনেসের ধরণ অনুসারে টেমপ্লেট সিলেকশন করুন।

👉 আপনার প্রয়োজন অনুযায়ী ট্যাব ডেকোরেশন করুন, অর্থাৎ যে ট্যাবগুলো পেইজ ভিজিটরকে আগে দেখাতে চান সেগুলো সিরিয়ালে আগে রাখুন।

👉 ফেসবুক শপ সেটআপ করুন

👉 এ্যাবাউট সেকশনে প্রয়োজনীয় ইনফরমেশন দিয়ে ফিলআপ করুন এবং প্রফেশনালি ডিজাইনড ফটো সহ স্টোরি আপলোড করুন।

👉 নিজেকে টিম মেম্বার হিসেবে যুক্ত করুন

👉 গ্রিটিংস মেসেজ এবং ইন্সট্যান্ট মেসেজ সেটআপ দিয়ে রাখুন।

👉 হোয়াটসঅ্যাপ ইন্টিগ্রেশন করতে পারেন।

👉 শুরুর দিকে প্রতিদিন - টা করে পোস্ট দিন- তবে সব সেলস পোস্ট দেয়া উচিত নয়, ইনফো টাইপ এবং এনগেইজিং কিছু পোস্ট দিন। যেমনঃ প্রোডাক্ট নিয়ে ইনফো টাইপ পোস্ট এবং ভিডিও আপলোড দিন।

👉 আপনার ফ্রেন্ডলিস্টের সবাইকে পেজে ইনভাইট করুন মানে অর্গানিক লাইক কালেক্ট করা শুরু করুন।

👉 আপনার বিজনেসের জন্য পেইজ থেকে আপনার প্রোডাক্ট বা সার্ভিস রিলেটেড গ্রুপ ক্রিয়েট করুন।






🖊দ্বিতীয় পদক্ষেপ

👉 স্মার্ট এমাউন্ট ফলোয়ার বাড়ানোর জন্য ফেসবুক পেইজ প্রমোশন করুন।

👉 নিউ কাস্টমার পেতে অথবা সেলস বাড়াতে সেলস পোস্ট বুস্ট করুন।

👉ফেসবুক লাইভ অপশনটি ব্যবহার করে বেশি মানুষের সাথে কানেক্ট হন এবং নিয়মিত লাইভ করার চেষ্টা করুন এতে অডিয়েন্সের এনগেইজমেন্ট ঠিক থাকে।

👉 প্রোডাক্টের রিভিউ নিন কাস্টমারদের কাছ থেকে।

👉 ডিসকাউন্ট বা অফার দিন



আজ পর্যন্তই সামনে আবারও কথা হবে সম্পর্কিত বাকি অংশ নিয়ে। মার্কেটিং সহ যে কোন প্রয়োজনে যোগাযোগ করতে পারেন। আপনাকে সেবা দেওয়ায় আমার লক্ষ্য।



🔗FOLLOW ME:

Facebook (Page): Nayem Hossain

Facebook (ID): Nayem Hossain

Instagram: Nayem Hossain

E-mail: Personal.nayem2022@gmail.com

Website: Nayemhossainofficial.blogspot.com



কোন মন্তব্য নেই

নতুন পোস্ট

10 Minutes School

 টেন মিনিট স্কুল বাংলাদেশের সবচেয়ে বড় অনলাইন লার্নিং প্লাটফর্ম টেন মিনিট স্কুল। টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিক। টেন মিনিট স্কুলে ...

জনপ্রিয় পোস্ট

Blogger দ্বারা পরিচালিত.