Header Ads

Header ADS

ই কমার্সে কন্টেন্টের গুরুত্ব || নাঈম হোসেন


ই কমার্সে কন্টেন্টের গুরুত্ব

বর্তমান প্রযুক্তির প্রসারে ব্যবসা চলে এসেছে ডিজিটাল পদ্ধতির সংস্পর্শে। যাকে আমরা ই-কমার্স বলে থাকি। ই-কমার্স বিজনেসে যেহেতু পণ্য স্পর্শ করে দেখা যায় না তাই ডিজিটাল কন্টেন্টের গুরুত্ব খুবই বেশি। কন্টেন্ট যত বাস্তব সম্মত ও মানসম্মত হবে ক্রেতাকে পন্য ততবেশি আকৃষ্ট করতে পারবে। প্রথমেই আলোচনা করা দরকার কন্টেন্ট আসলে কি!


কন্টেন্ট একটি ইংরেজি শব্দ এর বাংলা প্রতিশব্দ বিষয়বস্তু। কোন একটি ঘটনাকে উপস্থাপন করার জন্য যে বিষয় গুলো তুলে ধরা হয় তাকে কন্টেন্ট বলে। যেমনঃ অডিও, ভিডিও, ছবি ইত্যাদি। ধরুন কোন একটি গ্রামে একদল তরুণ গ্রামের মহিলাদের নিয়ে নকশীকাঁথার পণ্য বানিয়ে ডিজিটাল প্রচার চালিয়ে তা বিক্রি করে থাকে৷ যেহেতু পণ্য টি প্রথমেই আপনি সরাসরি দেখতে পারছেন না তাই আপনাকে পণ্যের ছবি, ভিডিও, পন্য সম্পর্কিত লেখা পড়ে ধারণা করতে হবে। একজন কন্টেন্ট রাইটার সুনিপুণ ভাবে পণ্যের বৈশিষ্ট্য তার লেখার মাধ্যমে তুলে ধরেন। যা পড়ে ক্রেতা পণ্য টি সম্পর্কে ধারণা পান। 




গুগল, ইউটিউব কিংবা ফেসবুকে যখন আমরা কোন বিষয় লিখে সার্চ দেয় তখন আমরা হাজারো কন্টেন্ট পাই। যে কন্টেন্ট গুলোর মান ভালো সেগুলোতে ভিজিটর বেশি আসে। ভিজিটর বেশি আসলে তা প্রথম দিকে থাকে। কন্টেন্টের মানের উপর ভিত্তি করে গুগল সার্চ র‍্যাঙ্কিং এ স্থান নির্ধারিত হয়। তাই বিক্রেতাকে পন্য বিক্রির কন্টেন্ট তৈরীর সময় অবশ্যই কন্টেন্টের মানের দিকে নজর রাখতে হবে। কেননা একটা পণ্য কেনার প্রতি আমরা তখন আগ্রহী হয় যখন পণ্যটির ভিডিও দেখে কিংবা লেখা পড়ে আমরা আকৃষ্ট হয়। তখন আমরা পন্যটির ডিজিটাল কন্টেন্ট ক্রয় করি আর বিক্রেতা বাস্তব পণ্য আমাদের ডেলিভারি করে। 


উদ্যোক্তাকে সামনে এগিয়ে যেতে ইউনিক কন্টেন্টের প্রতি বেশি বেশি গুরুত্ব দিতে হবে। কেননা কপি পেস্ট কনটেন্টে ক্রেতা আস্থা হারিয়ে ফেলেন। যত ইউনিক ও সঠিক তথ্য আপনি দিতে পারবেন ক্রেতা বা ভিজিটর আপনার প্রতি আস্থাশীল হবে। ইউনিক কন্টেন্ট এবং ভালো মানের কন্টেন্ট দিয়ে আপনি আপনার সমজাতীয় প্রতিবন্ধীদের পিছনে ফেলতে পারবেন যা আপনাকে অধিক সেল পেতে সহায়তা করবে। তাই আলোচনা শেষে আমরা বুঝতে পারলাম যে, ই-কমার্সে কন্টেন্টের যথেষ্ট গুরুত্ব রয়েছে। 


তাহলে আজ এই পর্যন্ত। কোন প্রশ্ন বা মতামত থাকলে যোগাযোগ করতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী কোন পোস্টে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।



🔗FOLLOW ME:

Facebook (ID): Nayem Hossain

Facebook (Page): Nayem Hossain

Instagram: Nayem Hossain

E-mail: Personal.nayem2022@gmail.com

Website: Nayemhossainofficial.blogspot.com


কোন মন্তব্য নেই

নতুন পোস্ট

10 Minutes School

 টেন মিনিট স্কুল বাংলাদেশের সবচেয়ে বড় অনলাইন লার্নিং প্লাটফর্ম টেন মিনিট স্কুল। টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিক। টেন মিনিট স্কুলে ...

জনপ্রিয় পোস্ট

Blogger দ্বারা পরিচালিত.